করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অবদান হাজার বছর মনে রাখবে দেশের মানুষ :নৌপ্রতিমন্ত্রী
রোববার (১৮ জুলাই) ৫০ শয্যা বিশিষ্ট বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের শুভ উদ্বোধন করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে শহরগ্রাম, শিবপুর বোর্ডহাট, হালজায় লক্ষ্মীতলা, বেতুড়া ও নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবন ও শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন এবং বিরল উপজেলা চত্বরে মেইল ফ্লোক গেইটের উদ্বোধন করেন, এবং বিরল উপজেলায় শিশু খাদ্য-পুষ্টি সুনিশ্চিত করতে দুই শতাধিক শিশুর অবিভাবকের হাতে শিশু খাদ্য বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ, প্রান্তিক কৃষকের মাঝে শষ্যনীজ বিতরণ, প্রকল্প বাস্তবায়নের অর্থায়নে টিন ও নগদ ৬০০০ হাজার টাকা বিতরণ করেন।
মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় প্রতিমন্ত্রীর সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর জামান, যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুরঞ্জিত কুমার বাবুল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ প্রমূখ উপস্থিত ছিলেন।