করোনা প্রতিরোধে গোপালগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন


গোপালগঞ্জে হঠাৎ অতিমাত্রায় করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শংকিত জেলা প্রশাসন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেকটা বাধ্য হয়েই ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুন) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ পৌরসভা, লতিফপুর ইউনিয়ন, কাশিয়ানী সদর উপজেলা ও মুকসুদপুর পৌর এলাকায় আগামীকাল শুক্রবার (১৮–২৪ জুন) থেকে ৭ দিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
লকডাউন চলাকালীন সময়ে সকল শ্রেণি- পেশার মানুষেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করার অনুরোধ জানানো সহ যান-বাহন চলাচলে বিধিনিষেধ আরোপ সহ লকডাউন কার্যকর করতে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ এর বিস্তার রোধে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের ৫ ইউনিট একসাথে সড়ক প্রচারণায় দিন-রাত ব্যস্ত সময় পার করছে। আগামীকাল (১৮–২৪ জুন) করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি জেলা তথ্য অফিস কর্তৃক প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে।
তাই এখনই সতর্ক হোন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।