করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গোপালগঞ্জ জেলার সর্বত্র কঠোর লকডাউন ঘোষনা
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আবারও ২২ জুন সোমবার মধ্য রাত থেকে গোপালগঞ্জ জেলার সর্বত্র এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষনা করা হয়েছে। জরুরী সেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এর আগে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা, সদরের লতিফপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভায় লকডাউন ঘোষনা করা হয়। এদিকে সরকারী ঘোষনা অনুযায়ী কঠোর লকডাউন পালনে আইন শৃঙ্খলার সার্বিক সহযোগীতা করতে জেলার সর্বত্র মাঠে রয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ১শ’৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৯ জনের। স্বাস্থ্য বিধি মেনে না চললে দিন দিন এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান গোপালগঞ্জ জেলা প্রশাষক।