বাগেরহাটের মোল্লাহাটে করোনা পরিস্থিতিতে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি‘র তরফ থেকে ভ্যান শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সহায়তা (খাদ্য সামগ্রী) বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে তিনশত পঞ্চাশ জন ভ্যান শ্রমিককে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন আ‘লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি সদস্য মো: কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।