করোনা আক্রান্ত স্বামীকে সেবা করতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটনের করোনা পরীক্ষায় গত ১৮ জুলাই রিপোর্ট পজিটিভ আসে। স্বামী সুস্থতায় তার স্ত্রী রাশিদা আক্তার করেছেন অতুলনীয় সেবা। তার এই সেবায় সুস্থ হয়ে ওঠেন মাহবুব আলম লিটন। অতি সেবার পর নিজেই চলে গেলেন না ফেরার দেশে। গত শনিবার হঠাৎ অসুস্থ হওয়ার পর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তিনি ২৬ জুলাই রবিবার সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

রাশিদা আক্তার উপজেলা লাউর ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। রবিবার জোহর নামাজের পর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা শেষে এবং তার নিজ গ্রাম রতনপুরের দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি গ্রামে কবরস্থ করা হয়। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন নবীনগর উপজেলা মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

তিনি বলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটন সাহেবের স্ত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ও তার পরিবার যেন এ শোক তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে সে জন্য প্রার্থনা করছি। রাশিদা আক্তার এর মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান বাদল, অ্যাডভোকেট জিকরুল আহমেদ খোকন,জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশীদ ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *