করোনায় আক্রান্ত প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন। সভাপতি বিএম গোলাম কাদের সবার কাছে নিজের এবং পরিবারের সদস্যদের জন্যে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য,গত ১৪ই জুলাই বুধবার করোনা টেষ্ট এর জন্য নমুনা দিলে ১৫ ই জুলাই বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট জনিত অবস্থায় বৃহস্পতিবার রাতেই তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন ও তিনি আশংকা মুক্ত নয়। তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

গত শুক্রবার টুঙ্গিপাড়ায় সকল মসজিদে তার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদেরের দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *