প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ
করোনার ২য় ঢেউ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট বিসিডিএস -এর ৭৫০০ মাস্ক প্রদান
দেশজুড়ে করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ ২য় দফায় মহামারী আকার ধারন করায় শংকিত সরকার সহ দেশের আপামর জনসাধারণ। করোনার ২য় ঢেউ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ৭৫০০ মাস্ক প্রদান করেছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা'য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা'র হাতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কমল রায় চৌধুরী (টিকু) ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইকবাল (মিটু) এর নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এ মাস্ক তুলে দেন।
এ সময় বিসিডিএস গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কানাই লাল সাহা, সদস্য এস এম কামরুজ্জামান, আল-আমিন সিকদার কুটু, এস. এম. রফিকুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ জানান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত