করোনায় মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সাথী বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন

বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ রশিদ আলমের দাফন কাফনের ব্যবস্থা সম্পন্ন করেছে। ৩১/০৭/২১ ইং তারিখ শনিবার বিকেল ৪ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার বাড়ী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার সোনাউঠা গ্রামে। বরিশালেও তার কলেজ এভিনিউতে বাসা রয়েছে। করোনা উপসর্গ নিয়ে তিনি কয়েকদিন আগে ভর্তি হন হাসপাতালে। কোয়ান্টামের কাছে হাসপাতাল থেকে ফোন আসে ৪.৩০ এ। ফোন পেয়েই হাসপাতালে ছুটে যান ফাউন্ডেশনের কিছু সদস্যরা।
এর পর বরিশালে তার নিজ বাস ভবনে তাকে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃতদেহ গোসল করান ফাউন্ডেশনের সদস্যরা নিজ আত্মীয়ের মতই। এর পর কাফনের কাপড় পড়ান তারা। আজ সকাল ১০ টায় তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
এর পর জানাজা শেষে বরিশাল মুসলিম গোরোস্থানে তার মৃতদেহ দাফন করা হয় । ব্য্যক্তিগত জীবনে দুই বিয়ে করেন তিনি। তার দুই সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। কর্ম জীবনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান তসিলদার ছিলেন। বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এই করোনা কালে দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন অক্লান্তভাবে।
একের পর এক করোনার মৃতদেহ গোসল করাচ্ছেন, দাফন কাফন করছেন। ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয় যত দিন এই মহামারী থাকবে তারাও মানুষের পাশে থাকবেন শেষ বিদায় জানাতে শ্রদ্ধায় ,ভালবাসায় এবং পরম মমতায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *