করোনায় মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 আজ রবিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মাহবুবে আলমের বয়স ছিলেন ৭১ বছর। ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের শরীরে জ্বর দেখা দিলে তাকে চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসা করানো হলে তার covid-19 করোনাভাইরাস শনাক্ত হয়। ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন অবশেষে আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।মাহবুবে আলম ১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৬৯ সালে লোক প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ভ্রমন প্রিয় মাহবুবে আলমবহু দেশ ভ্রমণ করেছেন ভারত, শ্রীলঙ্কা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মিশর, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ইত্যাদি দেশে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *