করোনায় জীবন বাঁচাতে জরুরী চিকিৎসা সেবায় অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করলেন, এমপি নার্গিস রহমান

মহামারী করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ মঈলবার বেলা ১১ টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১০০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার পিপি ও মাস্ক স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক তাপস বিশ্বাস এর কাছে হস্তান্তর করেন। সংসদ সদস্য গোপালগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান এ সময়ে এমপি নার্গিস রহমান চিকিৎসকদের করোনাকালীন সম্মুখ যোদ্ধা আখ্যায়িত করে বলেন, উপোজেলার সকল জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাক্স পরিধান করতে পরামর্শ দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য ও জনবল কমতি থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আবেদন করবেন বলে আশ্বস্ত করেন।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন মিয়া, উপোজেলা সহকারী কমিশনার ভূমি সাজিয়া শাহনাজ তমা, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এবং কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সাংবাদিক বিন্দুসহ অনন্য সাংবাদিকবৃন্দ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *