করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির আরোগ্য কামনায় টুঙ্গিপাড়ায় দোয়া অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও দেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বাগেরহাট -১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি সম্প্রতি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (চাচাতো ভাই) আদরের ছোট ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থতার খবরে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। শেখ হেলাল উদ্দিন এমপি যেন দ্রুত করোনা থেকে মুক্তি পান এবং তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বুধবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজ বাদ শেখ মজলেল হক স্মৃতি সংঘের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের এর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, কুশলা ইউনিয়ন আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।