করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছে যাচ্ছে টুঙ্গিপাড়া, পরিস্থিতি আশঙ্কাময়

ফারহান লাবিব, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা নির্দেশকারী গ্রাফটি যখন কেবলই ঊর্ধ্বমুখী, তখন বন্ধ থাকা কলকারখানা, দোকানপাট, অফিস-আদালত খুলে দেওয়া তোড়জোড় ভাবিয়ে তুলেছে মহামারি বিশেষজ্ঞদের।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট ১৭৮,৪৪৩ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং মোট মৃত্যুর সংখ্যা ২২৭৫ জন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াও আক্রান্তের সংখ্যা যথাযথ। গত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় খানিকটা ওঠানামা থাকলেও প্রতিদিনই অনেক মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। ডাক্তার, স্বাস্থ্য কর্মী, পুলিশ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, এবং ব্যবসায়ী সহ সর্বস্তরের জণসাধারণ আক্রান্ত হচ্ছে।

গতকাল (১০ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলায় নতুন করে আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গোটা জেলা জুড়ে অদ্যাবধি শনাক্ত রোগীর সংখ্যাঃ ৯৮৬ জন। তাদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যাঃ১৬৮ জন(সুস্থ ৯৬ জন সহ) এবং মোট মৃত্যুবরণকারী সংখ্যা ৪ জন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম ‍উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আর এই পরিস্থিতির মধ্যে টুঙ্গিপাড়ার প্রায় সব বাজার সপিং মল খোলা রাখা হয়েছে। দোকানপাটে মানুষ আরও বেশী সময় ধরে কেনাকাটা করতেছে, চালু হয়েছে সরকারি বেসরকারী সকল অফিসও ।

বিশেষজ্ঞরা মনে করছেন টুঙ্গিপাড়া করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছে যাচ্ছে প্রায়।
শুধুমাত্র সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *