করােনা জয় করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ

কোটালীপাড়া প্রতিনিধি : গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ করােনা জয় করেছেন । তিনি ঢাকার শেখ রাসেল গ্যাট্রোলিভার হাসপতালে চিকিৎসাধীন ছিলেন । পরপর ২ টি নমুনা রিপাের্টে তার করােনা নেগেটিভ আসে । দলীয় সুত্রে জানাগেছে , করােনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে কোটালীপাড়ার নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ে । আয়নাল হােসেন শেখ কর্মহীন হয়েপড়া এসব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয় । এছাড়াও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা , জনগনের মাঝে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরণের সচেতনতামূলক কাজ করেন । অপরদিকে দলীয় নেতা – কর্মীদেরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন । জুনের মাঝামাঝি আয়নাল হােসেন শেখ শরীরে সামান্য জ্বর অনুভব করেন । তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয় । পরে তার শরীরে পজিটিভ হয় । কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন , করােনার শুরু থেকেই সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ বিরামহীন ভাবে জনগনের জন্য কাজ করে করােনায় আক্রান্ত হয়েছিলেন । তিনি করােনাকে জয় করে জনগনের সেবায় পুনরায় কাজ শুরু করবেন । এই করােনাযযাদ্ধার সুস্থতায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি । কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . সুশান্ত বৈদ্য বলেন , করােনা আক্রান্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ বাড়িতে আইসােলেশনে চিকিৎসাধীন ছিলেন । পরে তিনি ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের করােনা ইউনিটে ভর্তি হন । সেখানে চিকিৎসার পর তিনি করােনা মুক্ত হয়েছেন ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *