কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন কাশিয়ানী থানা পুলিশ


ঈদের পরের ধাপ ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে আজ ২৫ জুলাই ঢাকা- খুলনা-মহাসড়ক ফাঁকা রয়েছে। কাশিয়ানী সদরে প্রবেশ দ্বার ও ব্যস্ততম সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে কাশিয়ানী থানা পুলিশ। ব্যস্ততম রাস্তা জনশুণ্য প্রায়। কাশিয়ানী সদর ও ঢাকা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোন পরিবহন চলা চল করতে দেয়া হয়নি। একই অবস্থা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় অলিগলিতে। উপজেলার ভাটিয়াপাড়া মেইন সড়কেও গণপরিবহন লক্ষ্য করা যায়নি।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম সহ অন্যান্য পুলিশ সদস্যরা কাশিয়ানী সদরে জনসচেতনতা মুলক প্রচার- প্রচারনা ও দুরত্ব বজায় রাখা, বিনা কারনে ঘর থেকে বের হওয়া সহ বিভিন্ন ঔষধ ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ওষুধ বিক্রির পরামর্শ দেন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মৃত্যু রোধে সারাদেশে গতকাল শুক্রবার (২৩ জুলাই) থেকে সরকার ঘোষিত কঠোরতম বিধি-নিষেধ শুরু হয়েছে তার ধারাবাহিকতায় কাশিয়ানী থানা পুলিশ মাঠে রয়েছে।