ওএম এস কার্ডে চাল বিতরনে মানছেনা সামাজিক দূরত্ব


টুঙ্গিপাড়াঃ
টুঙ্গিপাড়া পৌরসভার পৌরমার্কেটের নিচতলায় 7, 8 নং ওয়ার্ডের ও এম এস কার্ডের চাল বিতরন কার্যক্রম চলছে। আগেই শুনাগেছে চাউল মাফে অনিয়ম চলছে।
যে খানে প্রশাসন কঠিন পরিশ্রম করছে বাজার সান্ত রাখার জন্য সেখানে কার্ডে চউল নিতে যেয়ে ধাক্কা ধাক্কি চলছে। মনে হচ্ছে চাল নিতে নয় যুদ্ধ করতে এসেছেন এখানে।
চাল সবার জন্য তবে কেন এই ধাক্কা ধাক্কি চলছে। এখানে সামাজিক দূরত্ব মানার জন্য সাইকেলের টায়ার আছে কিন্তু সেটা আর সামাজিক দূরত্বের জন্য নয় কাছে টানার জন্য। এমনটি কেন হয়
প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।