গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মধুমতি নদীতে নতুন ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি। শনিবার বিকালে এলজিইডি’র আওতাভুক্ত “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প” -এর আওতায় গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন গোপীনাথপুর আরএইচডি-ঘাঘাধলইতলা সড়কে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ১১,২৮০ মিটার চেইনেজ মধুমতি নদীর ওপর ৭৮৮.৭০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, আ. লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে।
জনগণের মাথাপিছু আয় বেড়েছে সেই সাথে তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে দেশব্যাপী ৬৬,১৮৯টি অসহায় পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়ে লাখপতি করেছেন। যা বিশ্বে বিরল এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পর্যায়ক্রমে আরো ৮ লক্ষ অসহায় পরিবারকে এ ঘর উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু। গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রীজ নির্মাণের প্রকল্প পরিচালক (পিডি) মঞ্জুরুল আলম সিদ্দিকী, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আ.লীগের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নিউটন, জালালাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে, সাধারণ সম্পাদক মোঃ মজিবর শেখ প্রমুখ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মিজানুর রহমান হিটু, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান পিয়াল, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।