৭ জুন বাঙালী জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কৃষ্ণ প্রষাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজঁ বুলবুল, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ প্রচার সম্পাদক শেখ মোঃ টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান মুকুল, দিদারুর ইসলাম হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হাজরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরা, যুবলীগ নেতা দুলাল শেখ, আকরাম হাওলাদার, হানিফ শেখ, ছাত্রলীগ নেতা বাপ্পি তালুকদার, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস আরো অনেকে। এর আগে সীতাকুণ্ডে অগ্নি কান্ডে নিহত ব্যাক্তিদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।