এস এম শাহ আলম আর নেই

 আজ সোমবার সকাল এগারোটা ১১,৪৭ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে, হৃদরোগ জনিত অসুস্থতার জন্য ঢাকাস্থ স্কয়ার হাসপাতলে আইসিইউতে ভর্তি ছিলেন।এস এম শাহ আলম গোপালগঞ্জ সদর উপজেলার কড়পাড়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়া জন্মগ্রহণ করেন। পিতা হাজী বাহাদুর শেখ, তিন ভাই দুই বোন এর ভিতরে এস এম শাহ আলম ছিলেন সবার ছোট। বড় ভাই আব্দুল আজীম শেখ(বতুশেখ) কড়পাড়া ইউনিয়নের সাবেক ইউ,পি চেয়ারম্যান। মেজ ভাই এস এম মজিবুর রহমান পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এস এম শাহ আলম এর এক ছেলে এক মেয়ে, তূর্য, তাপতি। বড় ভাই আব্দুল আজীম শেখ এর এক ছেলে গোলাম রব্বানী। মেজ ভাইয়ের দুই ছেলে দূই মেয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ এর গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সদস্য, বাংলাদেশ p.w.d. কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকাস্থ আনারকলি সুপার মার্কেটের সভাপতি ও স্বত্বাধিকারী রাহাত ট্রেডার্স, তূর্য প্লাজা এন্ড সুপার মার্কেট, আলম ফিস ওয়ার্ল্ড লিমিটেড, আলম এগ্রো ওয়ার্ল্ড লিমিটেড। সদস্য এল,টি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, দি ক্যাপিটাল রিসার্চ সিয়েশন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *