একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যান উদ্ধার করে দিল মোল্লাহাট থানা পুলিশ

বাগেরহাটের মোলাহাট গত ইং-২৪/০৭/২০২১ তারিখ রাতের আধারে তামিম শেখ (১৮), পিতা-মৃতঃ মিন্টু শেখ, সাং-চরকান্দি, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট এর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যান গাড়ী তাহার ঘরের বারান্দা হইতে চুরি হইয়া যায়।

বিভিন্ন জায়গায় খোজাখুজির পর উপায়ন্তু না দেখে স্বরনাপন্ন হয় মোল্লাহাট থানা পুলিশের। রুজু হয় মামলা। বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস টিম অভিযানে নামে। উৎঘাটন করে চুরির রহস্য। সন্ধিগ্ধ হিসাব অদ্য ইং-০৭/০৮/২০২১ তারিখ সকালে গ্রেফতার করা হয় আসামী মুসা শেখ (১৯) পিতা মৃত শেখ ।

কৌশলী জেরার মুখে আসামী মুসা স্বীকার করে ভ্যান চুরির কথা। সে জানায় সে আসামী আজাদ এবং আসামী ইসমাইল তিনজনে মিলে রাতের আধারে ভ্যানটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে আসামীর বাড়ীর পাশে ঝোপের মধ্যে পলিথিন দ্বারা ঢাকা অবস্থায় উদ্ধার করা হয়। ভিকটিম তামিমের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যানটি।

আবেগ আপ্লূত হয়ে পড়ে তামিম সহ গ্রামের সকল শান্তিপ্রিয় জনগন। ধৃত আসামী মুসা এর আগে চাঁদাবাজি মামলার ঘটনায় আসামী ইসমাইলের সাথে জড়িত ছিল। উক্ত চাঁদাবাজি মামলায় আসামী ইসমাইলকে থানা পুলিশ পূর্বেই গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *