আমি মোঃ নুর ইসলাম শরিফ _৩২_ (বয়স), পিতাঃ মোঃ মৃত সোহরাব শরীফ, সাংঃ গিমাডাঙ্গা, উপজেলাঃ টুঙ্গিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ। এইচ এস সি পরিক্ষার শিক্ষার্থী কার্ড যাহার আইডি নং 17-0-11-821-051 , গত ১০/০৮/২০২০ ইং তারিখ সকাল অনুমানিক ১০:০০ ঘটিকার সময় বাড়ি হইতে গোপালগঞ্জ যাওয়ার পথে হারিয়ে যায়। কিন্তু পরবর্তিতে অনেক খোজা খুজি করেও কার্ডটি পাওয়া যায়নি। গত ২৩/০৯/২০২০ইং তারিখ এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিনিত নিবেদক টুঙ্গিপাড়া থানার সাধারণ ডায়েরি নংঃ ৮৭৮
তারিখঃ ২৩/০৯/2020 ইং
মোঃ নুর ইসলাম শরিফ