একটি হারানো বিজ্ঞপ্তি। ——–

তাহফিজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা

 গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ঠান্ডু শেখ এর ছেলে মোঃ কিয়াম উদ্দিন শেখ (১৪) আজ রবিবার সকাল দশটার দিকে ঢাকা ঝিগাতলার তাহফিজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে বেরিয়ে যায়।

এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি কোনো স্ব-রিদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তবে নিন্মলিখিত নম্বর গুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।

কিয়াম উদ্দিন এর বাড়িঃ01740-029095

রুমনঃ01314-527867

হুজুরঃ01746-664653

সাংবাদিক মিরাজুল ইসলাম 01998-257369



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *