একজন পরিস্কার ও উদার মনে মানুষ আবু তৌহিদ ইচ্ছা যার জনসেবা পেয়েছেন সেরা সংগঠন সন্মাননা


নিস্বার্থক ও উদার মনের মানুষ যিনি, যার রক্তে মিশে আছে বাংলাদেশে আওমলীগের রাজনৈতি তিনি তা জন্মগতভাবে পেয়েছেন৷যার কোন সীমা পরিসীমা নেই৷জন্মের পর থেকে দেখে আসছেন বাবা – মা দুজই আওমলীগের নিবেদিত সৌনিক৷যাহার অকাত্তবে জীবনের শেষ দিনেগুলোও কাজ করছেন নিজের দলের জন্য৷লোভ লালসাকে ত্যাগ করে৷
জনাব আবু তৌহিন এ কাজ করছেন জননেত্রী মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য৷তার কাজের জন্য পেয়েছেন দেশ বিদেশের সন্মাননা৷তিনি যে একজন শুধু রাজনৈতিক ব্যক্তি তা নয় তিনি সেবা সংগঠকও বটে৷পেয়েছেন ইন্ডিয়া থেকে সেরা সংগঠক হিসাবে সন্মাননা৷তিনি আওমলীগকে তৃনমূলে নিয়ে যাওয়ার দুইটি সংগঠন ও সংগঠিত করেছেন৷
একটি হোল বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি৷আর একটি বঙ্গ বন্ধু ইন্দিয়া গান্ধী পরিষদ৷তিনি যুক্ত আছেন কেন্দ্রীয় সদস্য,ও বাংলাদেশ আওমলীগ উপ কমিটির সদস্য,তা ছাড়াও তিনি আরো অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন৷তিনি যদি সুযোগ পান দেশ ও জনগনের সেবা করার জন্য তাহলে তিনি তাহার সমস্ত মেধা ও শ্রম অকাতরে বিলিয়ে দেবেন দেশ ও জনগনের সেবা কাজের জন্য৷