এই শীতে অসহায় মানুষের খোঁজ নিয়েছি কি?

 শীতকে বলা হয় ইবাদত-বন্দেগির বসন্তকাল। এ শীতে ইবাদতের সুযোগ অনেক বেশি। একদিকে দিন ছোট অন্যদিকে রাত বড়। ছোট দিনে রোজা পালন সহজ আবার বড় রাতে ইবাদত-বন্দেগি, তাহাজ্জুদ ও ঘুম সব কিছুই সুন্দরভাবে পালন করা যায়। শীতের আরেকটি বড় ইবাদত হলো অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা। অসহায় মানুষের প্রকার থাকে। এর মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করেন বাড়ি-ঘর হারানো মানুষরা। যারা নিজেদের বাড়ি ঘর হারিয়ে অন্য দেশে বা অন্য অঞ্চলে অন্যের দ্বারা আশ্রিত। যাদেরকে আমরা বলে থাকি শরণার্থী। খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় শরণার্থীরা কোনো রকম তাবু খাটিয়ে বসবাস করে। এ শীতে তারা কেমন আছে?



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *