এই প্রথম ওয়েব ফিল্মে ঊর্মিলা // ওটিটির শুরুতেই আইনজীবী ঊর্মিলা!//
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক, টেলিছবিতে কাজ করলেও এবার এই প্রথম ওয়েব ফিল্মে কাজ করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
ওয়েব ফিল্মটির নাম ‘ত্রিভুজ’। মুনহানা বৃত্তার রচনায় এটি পরিচালনা করছেন আলোক হাসান।
রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে গেল ১৫ জানুয়ারি। টানা ৮ দিনে শেষ হবে দৃশ্যায়ন। শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েবফিল্ম ‘ত্রিভুজ’।
আজ ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেবেন উর্মিলা। এই ওয়েব ফিল্মটির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে।
এ সম্পর্কে উর্মিলা বলেন, ‘ক্যারিয়ারে প্রথম আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। এর গল্প দারুণ। আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি। স্ক্রিপ্ট পড়ে আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে বলেই কাজটি করছি। আমার বিশ্বাস ভালো একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছে।’ সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিণ খান, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ।