সারাদেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে। এদিন সকাল ৮টায় সারাদেশে একযোগে গাওয়া হয় জাতীয় সংগীত। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী, জেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় ৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আজ শনিবার সকাল ৮টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিস্পেলে প্রদর্শনি এবং ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এর পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বিশ্বাস উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ। এরপর উপজেলা হল রুমে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।