টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস এর রোগমুক্তি কামনায় উপজেলা বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর টুঙ্গিপাড়ার বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস অসুস্থ অবস্থায় বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে সামিতেভেজ হাসপাতালে চিকিৎসা জনিত অবস্থায় রয়েছে। আগামী কাল ২৯শে মার্চ মঙ্গলবার তার ওপেন হার্ট সার্জারি করা হবে। তাই পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলা সহ দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।