উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত ও উন্নয়নের ধারাকে অব্যাহত করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ভোট চাইলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি ঈদগাহ ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি। আটঘর কুড়িয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহবায় হাফিজুর রহমান সভাপতিত্বে ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন পিয়াসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য (নবম) অধ্যক্ষ শাহ আলম এমপি, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহীদ-উল আহসান, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য রেজভী ভুইয়া, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, শওকত হোসেন আকবর, মিরা রানী চৌধুরী, সালাম সিকদার, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন সহ অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।