নওগাঁয় দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন


মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী ডাক্তার ও নার্সদের মাদার এন্ড নিউবন কেয়ার বিষয়ক নওগাঁয় দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ। মঙ্গলবার শহরের টিটিসি মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রিসোর্স ইন্ট্রিগ্রেশান সেন্টার (রিক) এর আয়োজন করে। কর্মশালায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ সাদিয়া রহমান, ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাঃ আনজুমান আরা, রিকের ট্রেনিং সমন্বয়কারী মুকিম উদ্দীন, প্রকল্প সমন্বয়কারী অমিত মিত্র প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় কয়েকটি ক্লিনিকের সেবাদানকারী ডাক্তার ও নার্সরা অংশ গ্রহন করেন।