ঈশ্বরগ‌ঞ্জে ৩ যমজ বাচ্চার জন্ম

ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জে তিন যমজ বাচ্চার জন্ম দিয়েছেন এক গর্ভদারিনী মা। ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউ‌নিয়‌নের মম‌রেজপুর গ্রা‌মের স্বপন ও লাকী দম্প‌তি একসঙ্গে ৩ নবজাতকের জন্ম দিয়ে‌ছেন। রবিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৩০ মি‌নি‌টে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী বিভা‌গের লেবার ওয়া‌র্ডে স্বাভা‌বিক অবস্থায় ২‌টি পুত্র সন্তান ও ১‌টি কন‌্যা সন্তান প্রসব ক‌রেন। প‌রিবার সু‌ত্রে জানা যায়, গ্রা‌মের বা‌ড়ি‌তে থাকা অবস্থায় র‌বিবার ভোর রাতে প্রসব ব্যাথা শুরু হ‌লে লাকী আক্তারকে সিএন‌জি করে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী ওয়া‌র্ডে নি‌য়ে যাওয়া হয় । নি‌য়ে যাওয়ার ১৫ মি‌নি‌টের ম‌ধ্যেই প্রথ‌মে ২‌টি ছে‌লে সন্তান ও সব‌শে‌ষে ১‌টি কণ্যা সন্তান প্রসব ক‌রেন । লাকী আক্তার এর আগে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানের জননী । নবজাতক দ্ব‌য়ের পিতা আ‌জিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান , আলহামদু‌ল্লিাহ রাব্বুল আলামী‌নের কা‌ছে শুক‌রিয়া আদায় কর‌ছি নবজাতক ৩ জন সহ নবজাত‌কের মা সক‌লেই সুস্থ‌ আ‌ছে। সক‌লের কা‌ছে দোয়া চাই ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *