ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম মাকছুরা আক্তার মিম (১৭)। সে মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার মেয়ে।
নিহত মিম আয়শা সিদ্দিকা কওমি মাদ্রাসায় দাওরা শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে মাইজবাগ বাজার এলাকায় দ্রুতগতির পিকআপ গাড়ি মাদ্রাসা ছাত্রী মাকছুরা আক্তার মিমকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
সেসময় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টে প্রস্তুত করেন। ঘাতক পিকাপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।