ঈশ্বরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১১ টায় শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১২ টায় অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয় এরপর উপজেলার বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীরশহীদদের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম,উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ক্রীড়াবিদ ইশতিয়াক আহমেদ ইসহাক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।