ঈশ্বরগঞ্জে লকডাউন না মানায় ব্যবসায়ীদেরকে জরিমানা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লকডাউন না মানায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল এক ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই জরিমানা করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল এক ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই জরিমানা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট ও আশেপাশের বাজারে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন পালন মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল। এই সময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, সরকার ঘোষিত লকডাউন সঠিক ভাবে প্রতিপালন হচ্ছে কি না কঠোর ভাবে মনিটর করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।