ঈশ্বরগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মানবিক সহায়তা কর্মসুচির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার ১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নে করোনায় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ৭’শ ৫০টি পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও ভারুয়া বাজার এলাকায় এসব অর্থ বিতরণ করা হয়। করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭’শ ৫০ জন উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির এসব নগত টাকা বিতরণ উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এ সময় উপকারভোগী প্রত্যেকের হাতে ৫’শ করে টাকা করে তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সাহায্য হিসাবে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা সম্পন্ন হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *