ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জন আসামীকে গ্রেফতার করে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া’র তত্ত্বাবধানে মঙ্গলবার আসামী গ্রেফতারে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করে ৪ জনকে মাদক মামলায়, এক জন ধর্ষণ মামলার মূল আসামী, এক জন ওয়ারেন্ট আসামি , ৩ জনকে পুলিশ আইনে গ্রেফতার করে গ্রেফতার কৃতদের আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পয়োয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।