ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলার বাদীকে বললেন আসামি খুজে পাচ্ছি না-খোজ পেলে জানাবেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা । পূর্বশত্রুতার জের ধরে বসতঘরের জায়গা দখলে নিতে একটি পরিবারের ওপর হামলা চালিয়ে বসতঘর কুপিয়ে তাণ্ডব চলিয়েছে দুর্বৃত্তরা। গত ছয় দিন আগে এ ঘটনার পর মামলা হলেও আসামি না ধরায় পরিবারটি আতঙ্কে ছিল। শনিবার তারা আবারও পরিবারটির বসতঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতান উদ্দিন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী সুলতান উদ্দিন বলেন, মামলার পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। পুলিশকে জানালে তারা বলছে দেখছি। এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, তিনি আসামি খুঁজে পাচ্ছেন না।
বাদীকে বলা হয়েছে খোঁজ পেলে তাঁকে জানাতে। তবে স্থানীয়রা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা এলাকাতেই ঘোরাফেরা করছে। স্থানীয় সূত্র জানায়, মো. সুলতান উদ্দিনের সঙ্গে পাশের বাড়ির আজিজুর রহমান হবির জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এসব নিয়ে একাধিক মামলা চলমান। মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ মার্চ সকালে বসতঘরের টিনে ব্যাপক শব্দ শোনা যায়।
পরে দেখা যায় পাশের বাড়ির প্রতিপক্ষ হবি তার ভাইসহ অন্যান্য লোকজনকে নিয়ে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে ধাওয়া দেয় সন্ত্রাসীরা। পরে প্রাণরক্ষায় পাশের বাড়ি আশ্রয় নেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা করছে।