ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অবদান বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস এ কর্মসূচির আয়োজন করেন। রবিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর ২য় দিনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুল প্রমুখ। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকাল থেকে প্রেস ব্রিফিং ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং ও ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *