ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করায় ও জড়িতদেরকে গ্রেফতার না করায়,দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে গরু হাটা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নেরর উত্তর বনগাঁও গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে আহাম্মদ উল্লাহ হোসেন সিদ্দিকী সোহেল। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ব্যপক প্রচার চালাচ্ছেন।
গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে তার বাড়িতে অন্তত ১৫ সদস্যের একটি দল আক্রমণ করে। সোহেল ও তার স্ত্রী মাহমুদা রহমান মনিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। অস্ত্রের মুখে বাড়িতে চলে ডাকাতি। চেয়ারম্যান প্রার্থীকে হত্যা চেষ্টা ও ডাকাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোহেলের বড়ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল বাদি হয়ে গত রোববার রাতে থানায় একটি মামলা করেছেন। অজ্ঞাত পরিচয় ১৫-২০ ব্যক্তিদের আসামী করে মামলাটি করা হয়।
ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় বুধবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আঠারবাড়ি রায়বাজার গরু হাটা মাঠে আয়োজিত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল দ্রত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। ঈশ্বরগঞ্জ ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, গুরুত্বের সঙ্গে তারা ঘটনাটি নিয়ে কাজ করছেন। আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।