ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জে টিসিবি’র পণ্য পেয়ে উচ্ছসিত স্বল্প আয়ের মানুষ

গোপালগঞ্জে প্রায় দুই মাস পর স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিসিক শিল্পনগরীর দীপক‌ ট্রেডার্সে নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। গোপালগঞ্জ পৌর এলাকার টিসিবির ডিলার দীপক সাহা স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কার্ডের মাধ্যমে ৪০৫ টাকায় ভর্তুকি মূল্যে ২ লি সয়াবিন তেল ১১০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৩০ টাকা ও ১ কেজি চিনি ৫৫ টাকা দরে প্রতিটি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নিকট বিক্রি করেন। পৌর এলাকায় তিনি প্রায় ২ হাজার ৮ শত পরিবারের নিকট পারিবারিক কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবেন বলে জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ কার্যক্রম উদ্বোধনের সময় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলাক নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, সুবিধাভোগী স্বল্প আয়ের মানুষ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলায় টিসিবি’র এ কার্যক্রম আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে বলে জানাগেছে। বাজারে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি তখনই সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য হাতে পেয়ে স্বল্পআয়ের মানুষগুলোকে খুবই উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে। সুবিধাভোগী স্বল্পআয়ের মানুষ টিসিবির এ কার্যক্রম সারা বছরই চলমান রাখার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *