হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জুনায়েদ বাবুনগরী চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করিয়াছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ট্রোক করায় আজ সকালে ১১টার দিকে তাকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষথেকে গভীর শ্রদ্ধা।