ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর উড়ালসেতু পূর্বপ্রান্ত থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে,আটকর্কৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আল হামিদুরপর গ্রামের আলাউদ্দিন ব্যাপারী ছেলে আলামিন ব্যাপারী অনিক (৪২) ও মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি উপজেলার পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাচান ব্যাপারি (২৩) পুলিশ জানায়, সন্দেহ হলে জিজ্ঞেসা বাদে বেরিয়ে আসে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর উড়ালসেতু পূর্বপ্রান্ত হতে হতে এ দু’ জনকে আটক করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, ইজিবাইক চুরি এ ঘটনায় দু’জনকে আটক করে কাশিয়ানী থানা পুলিশ চোরের তথ্য সুত্রে উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড হতে আরেক চোর সদস্য ফয়সাল আহমেদ জামাল চুরি করা ইজিবাইক টি এদের হাতে তুলে দেয় ভাটিয়াপাড়া থেকে ঐ চোর পালিয়ে যায়। তিনি আরো জানান এখন পর্যন্ত ইজিবাইকের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটকর্কৃত চোরদের আইননুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।