আ.লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্য চরম দায়িত্বহীনতা: তথ্যমন্ত্রী

না বুঝে তড়িঘড়ি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্য দেওয়া অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদের ৭ম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে এসব কথা বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র পক্ষ থেকে গতকাল আওয়ামী লীগের ত্রাণ কমিটির বিষয়ে দেওয়া বক্তব্য খণ্ডন করে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধুমাত্র দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির কোনও ভূমিকা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সব দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। এর অংশ হিসেবে দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ ত্রাণ বিতরণ করা। এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন তা সমন্বয় করা। যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যায়, যাতে কোনও দুস্থ মানুষই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে।

ড. হাছান বলেন, সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনও ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও বিএনপি নেতা রিজভী  দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয়



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *