আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে স্থানীয় পূজামণ্ডপে ওসি আবু জিহাদ
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্বে বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে স্থানীয় পূজামণ্ডপ সংশ্লিষ্ট সকল কমিটিকে সদর থানায় আমন্ত্রিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান পূজা মণ্ডপের নিরাপত্তা বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ।এবং হির্গোৎসবে চুয়াডাঙ্গা জেলায় কোনও ধরনের ছোট্র গোল করার কেউ সুযোগ তৈরী করতে না পারে সেই দিকে নজর রাখান জন্য বিশেষ ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।