আসন্ন রমজান মাসেই বরিশালসহ পাঁচ সিটি নির্বাচনের তফসিল

আসন্ন রমজান ঈদুল ফিতরের আগেই ঘোষণা করা হবে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তিন ধাপে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের এসব নির্বাচন। ভোটের সম্ভাব্য সূচি আগামী মে থেকে জুনের মধ্যে প্রকাশ করা হবে।

অদ্য (১৪ মার্চ) রোজ বুধবার নির্বাচন কমিশনের ১৬তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানিয়েছেন ইসি সচিব জনাব জাহাঙ্গীর আলম। ইসির এই সচিব জানান, বরিশাল, গাজীপুর, রাজশাহী, সিলেট ও খুলনা সিটিতে পর্যায়ক্রমে তিনধাপে ভোটগ্রহণ করা হবে। আগামী সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে পারে।

তিনি আরো জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এক লক্ষ দশ হাজার ই.ভি.এম যন্ত্র প্রস্তুত করা হচ্ছে, যা দিয়ে দেশের ৭০ থেকে ৮০টি আসনের ভোট কাউন্ট করার সক্ষমতা থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *