আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেছারাবাদ উপজেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ অক্টোবর) শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি শ্রী শশাঙ্ক রঞ্জন সমাদ্দার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ সুতার এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ও প্রশাসক জনাব মোঃ মহিউদ্দিন মহারাজ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। প্রতিটি দুর্গোৎসব প্রাণবন্ত ও উৎসবমুখর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব সময় চেষ্টা করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে অতন্দ্র প্রহরী হিসেবে আপনাদের পাশে সব সময় থাকতে চাই।
তিনি আরো বলেন, এবারের পুজো নির্বাচনের সন্নিকটে তাই প্রত্যেকটি পূজা মন্দিরে স্বেচ্ছাসেবক, আনসার ভিডিপি, পুলিশ প্রশাসন সহ মন্দির ভিত্তিক কমিটিগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে ধর্মকে ব্যবহার করে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে।
এ সময় তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার কমিটি কর্তৃক চূড়ান্ত জরিপে নেছারাবাদ উপজেলার ইউনিয়ন ভিত্তিক মন্দিরের সংখ্যা অনুযায়ী বলদিয়া ইউনিয়নে ৩টি, সোহাগদল ইউনিয়নে ৫টি, স্বরূপকাঠি ইউনিয়নে ৫টি, আটঘর-কুড়িয়ানে ইউনিয়ন ১৩টি, জলাবাড়ি ইউনিয়নে ২৩টি, দৈহারী ইউনিয়নে ২১টি, গুয়ারেখা ইউনিয়নে ২০টি, সমুদয়কাটি ইউনিয়নে ২২টি, সুটিয়াকাঠি ইউনিয়নে ২টি, সারেংকাঠি ইউনিয়নে ৫টি ও স্বরূপকাঠি পৌরসভায় ৪টি মোট ১২৩ টি মন্দিরে ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা শুভেচ্ছা অনুদান প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, নেছারাবাদ উপজেলার ইউনিয়ন পর্যায়ের একাধিক চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।