আসন্ন জলিরপাড় ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মজুমদারের ব্যাপক গণসংযোগ
আগামী ৯ মার্চ ২০২৪, রোজ শনিবার অনুষ্ঠিতব্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব মজুমদার জলিরপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে-গঞ্জে, হাট- বাজারে (মটর সাইকেল) প্রতীকে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে প্রচার-প্রচারণা ও সাধারণ মানুষের পছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন স্থানীয় মানুষের মাঝে বিশিষ্ট সমাজসেবক ও মানবিক মানুষ নামে খ্যাত সাবেক উপজেলা আওয়ামী লীগের সফল সদস্য ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মজুমদারের মটর সাইকেল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইউনিয়নে থাকা তার হাজার হাজার ভোটার, কর্মী ও সমর্থকেরা।
চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মজুমদারের ব্যাপক গণসংযোগ ও প্রচারণাকালে সাধারণ জনগণের স্লোগান ছিলো যোগ্য প্রাার্থীর পক্ষ নিন- আগামী ৯ মার্চ সারাদিন মটর সাইকেল প্রতীকে ভোট দিন। জলিরপাড় ইউনিয়ন বাসী বেঁধেছে জোট, মটর সাইকেল মার্কায় দিবেন ভোট।
সরজমিনে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার দোকানপাট এবং পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আসন্ন নির্বাচনে মুখ্য বিষয় হচ্ছে যোগ্য ব্যাক্তি কে? তাই সাধারণ ভোটারদের দাবি আমরা মটর সাইকেল মার্কায় বিপ্লব মজুমদারকেই ভোট দিয়ে বিজয়ী করবো।
আগামী ৯ মার্চ উপ-নির্বাচনকে সামনে রেখে গণ-সংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থী-সমর্থকদের প্রচারণায় মুখরিত প্রত্যন্ত অঞ্চলের এই ইউনিয়নটি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুড়িতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গ্রামের হাট-বাজার, চায়ের টেবিলে প্রার্থীদের যোগ্যতা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। আর এমন সমীকরণের মধ্যেই সাধারণ ভোটারদের কাছে সম্ভাব্য প্রার্থীদের মাঝে দৌড়ঝাঁপ ও যোগ্যতায় এগিয়ে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠকর্মী স্বর্গীয় নিত্যানন্দ মজুমদারের সুযোগ্য পুত্র বিপ্লব মজুমদার। তাই আসন্ন উপ-নির্বাচনে বিপ্লব মজুমদার ১০০% জয়ী হবেন বলে আশাবাদী জলিরপাড় ইউনিয়নের সর্বস্তরের ভোটার, কর্মী ও সমর্থকরা।