আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে কাউন্সিল পদে মাফির উঠান বৈঠকে শত শত মহিলার আগমন।

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৪নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর পদে মাফির উঠান বৈঠকে এলাকার মহিলাদের ব্যপক ভীর। আজ বৈকাল তিন ঘটিকার সময় ৪ নাম্বার ওয়ার্ডে জ্বিনতলা মল্লিক পাড়া ও সর্দার পাড়ার শত শত মহিলার আগমনে এলাকায় মনে হচ্ছে আজ কে ঈদের আনন্দ মেতে উঠে ছিলেন।
এযেন এলাকা বাসির ভোট নাই, এক নতুন ঈদের জন্ম হলো মাফির উঠান বৈঠকে এলাকায় বিভিন্ন মা বোনরা নিজেরা মাইক নিয়ে নিজেরাই টেবিলল্যাম্প মার্কাায় ভোট দিয়ে জয়যুক্ত করে অবহেলিত ওয়ার্ড আবার নতুন চমক দেখাতে মাফি কে সমর্থন সহ ভোট দেওয়ার অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সর্বশেষ নির্বাচনে কাউন্সিল পদে মাফির উঠান বৈঠকে সমাপনী বক্তব্য দিতে গিয়া বিভিন্ন কথা বলার সকল মহিলারা কান্নায় ভেঙে পড়ে। মাফি বলেন আমি একজন গরীব অসহায় ঘরের সন্তান এটা আপনাদের অজানা নাই। আমি আপনাদের সন্তান কারো ভাই,।
আমার বিজয় মানে আপনাদের বিজয় আল্লাহ পাক যদি সহায় থাকে। আর আপনাদের দোয়া থাকে, তবে আমার টেবিলল্যাম্প মার্কায় ভোট দিবেন এবং আপনাদের পরিচিত কেউ থাকলে আমাকে টেবিল ল্যাম্প মার্কায় ভোট চাইবেন। যাতে জাহাঙ্গীর আলম খোকন কাউন্সিল এর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের করে দিতে চাই। মাফির উঠান বৈঠক শেষে এলাকার সকল মা বোন মাফির জন্য দু হাত তুলে দোয়া করলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *