আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে কাউন্সিল পদে ৪নাং ওয়ার্ডে মাফির উঠান বৈঠকে এলাকার মানুষের ঢল।


মাফির বিজয় করার জন্য কোনো কুয়াশা মানুষ ভয় না পেয়ে উঠান বৈঠকে যোগ দিলেন এলাকার সচেতন মানুষ। ২০ই ডিসেম্বর বরিবার রাত আনুমানিক রাত ৮,৩০মিঃ চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে কাউন্সিল পদে মাফিজুর রহমান মাফির উঠান বৈঠকে।উদ্দীপন ক্লাবের মাঠে টেবিল ল্যাম্প মার্কার বিজয় অর্জন করার জন্য, জ্বিনতলা মল্লিক পাড়া, বাজার পাড়া মাষ্টার পাড়া ও মসজিদ পাড়ার।
৪নাম্বার ওয়ার্ড টেবিল ল্যাম্প মার্কার পক্ষে উঠান বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে,এলাকার মুরুব্বিসহ বিভিন্ন এলাকার ভোটার ভাইদের আগমন।
এই উঠান বৈঠকে অনুষ্ঠান পরিচালনা করেন, লাভলু চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবু জোঃ এবং চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি যুগল, সাবেক দোকান মালিক সমিতির সালাউদ্দিন হাজী চান্নু, বড় ভাইহাজী হেলাল উদ্দিন, হাজী স্বপন বিশিষ্ট ব্যবসায়িক খালেক, দারুন, সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের মাষ্টার রবিউল, প্রফেস্যার সেখ সেলিম চুয়াডাঙ্গা সদর কৃষক লীগের বিভিন্ন নেতা, ও কয়েকটি পাড়ার।
সাধারণ মানুষ মাফি কে টেবিল ল্যাম্প মার্কা বিজয় অর্জন করার সিদ্ধান্ত নেন। উঠান বৈঠক বক্তৃতা বলেন ৪নাম্বার ওয়ার্ডে চারজন কাউন্সিলর প্রার্থী তাদের মধ্যে সব চেয়ে প্রিয়ও মুখ আজকের তরুন প্রজন্মের নয়নের মণি ও অসহায় গরীব মানুষের পাশে সব সময় মাফি কে পাওয়া যায়।
তাই সকল ভেদাভেদ ভুলে আপনারা সোপর্দ করেন, এবারের পৌর নির্বাচনে কাউন্সিল পদে মাফির টেবিলল্যাম্প মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই অঙ্গীকার সবাই করেন, তাই আজ থেকে আপনারা টেবিল ল্যাম্পে ভোট দেওয়ার জন্য বিশেষ ভাবে সবাই কে অনুরোধ করে ভোট আদায় করে নিতে হবে সব টুকু ভালো বাসা দিয়ে। কারণ মাফি এমন একটা ছেলে কখনও কারোই সন্মান ছাড়া কাউকে অসম্মান করতে পারে না, এমন কথা কারও মুখে শোনা যায়নি। সর্বশেষ নির্বাচনে কাউন্সিল পদে টেবিল ল্যাম্প কে বিজয়ের মাসে আমরা সবাই তাকে বিজয়ী মালা উপহার দিয়ে এলাকায় উন্নয়ন করার জন্য,