আসন্ন ঈদ-উল-ফিতরে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের বরণ করতে বরিশাল সিটি করপোরেশনসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে বরিশাল জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোতে আসা ঘরমুখো যাত্রীদের দূর্ভোগ কমাতে ও ভোগান্তিরোধে নানামুখি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে এবারের ঈদে বরিশাল অভ্যন্তরীন নৌ-বন্দরে জনস্রোত আসার বিষয়টিকে সর্বমহলে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এরই ধারাবাহিকতায় লঞ্চ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভোগান্তি লাঘবে এবার আগেভাগেই মাঠে নেমেছে বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বরিশাল প্রশাসনের ইতিবাচক উদ্যোগের মধ্যে ঘরমুখো যাত্রীদের জন্য সুখবর দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিআইডব্লিউটিএ’র উদ্যোগে লঞ্চের বিশেষ সার্ভিসে গভীর রাতের বরিশাল অভ্যন্তরীন নৌ-বন্দরে আসা যাত্রীদের বরিশাল শহরের দুইপ্রান্তের দুটি বাস টার্মিনাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রূপাতলী বাসস্ট্যান্ডে পৌছে দিতে বিসিসি মেয়র ফ্রি বাস সার্ভিস চালুর ঘোষণা করেছেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ঈদে রাজধানী থেকে বরিশাল নদী বন্দরে পৌঁছানো যাত্রীদের সেবায় বরিশাল লঞ্চটার্মিনাল থেকে নগরীর দুই বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আজ বুধবার ২৭ এপ্রিল থেকে এ বাস সার্ভিস শুরু করা হয়েছে এবং ঈদের পরেও রাজধানী ঢাকামুখী যাত্রীদের নৌবন্দরে নিয়ে আসতে এ সার্ভিস চালু থাকবে। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জানান,ঈদের মৌসুমে ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে বিশেষ সার্ভিসের লঞ্চগুলো পৌঁছে সাধারনত মধ্যরাতে। ঐ সময় বরিশাল বিভাগের আওতাভুক্ত ছয় জেলার বাসিন্দাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে নানা বিড়ম্বনায় পরতে হয় এবং একসাথে অনেকগুলো যাত্রীবাহী লঞ্চ নদীবন্দরে নোঙর করায় যাত্রীদের চাঁপ বেড়ে যায়। ফলে নদীবন্দর থেকে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালসহ স্বল্প দূরত্বে যেতে সিএনজি, ইজিবাইক ও রিকশা সংকটে পরেন সাধারন যাত্রীরা। বিশেষ করে এতে চরম ভোগান্তিতে পরতে হয় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের। এ সমস্যার সমাধানে ও যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে যেতে বরিশাল লঞ্চঘাট থেকে দুই বাস টার্মিনাল পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বিসিসি এই ফ্রী বাস সার্ভিসে পর্যাপ্ত সংখ্যক বাস রাখা হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে।