আশুলিয়া সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানব পালন করেছে আশুলিয়া রিপোটার্স ক্লাব বন্ধন

আশুলিয়ায় দৈনিক মাতৃছায়া পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ শামসুল আলমের ওপর সন্ত্রাসী হামলা, ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক গ্রেফতার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন করেছেন আশুলিয়ার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দু, আশুলিয়া সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে আজ সোমবার (১৯ অক্টোবর ) বেলা দশটায় আশুলিয়া রিপোটার্স ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।মানববন্ধের আয়োজন করেন আশুলিয়া রিপোটার্স ক্লাব।মানববন্ধনে সাংবাদিকরা বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই হামলা,মামলার শিকার হচ্ছেন।

দেশের সমস্যা,সম্ভাবনা, দূর্নীতি এসব তুলে ধরায় সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়ই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা চান আশুলিয়া রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবুল খান,সহ-সভাপতি বাবুল আহাম্মেদ,অর্থ সম্পাদক রিপন মিয়া ,দৈনিক আমার সংবাদ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রধান,বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *