আশুলিয়া থানা যুবলীগের কান্ডারী ত্যাগি নেতা আরিফ মাদবর

আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক যুবলীগের কান্ডারী ত্যাগি ও পরিশ্রমী জন নেতা আরিফ মাদবর একজন আশুলিয়া থানা যুবলীগের নিবেদিত প্রাণ। আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আশুলিয়া থানা যুবলীগের কান্ডারী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের পাশে থেকে নিজসার্থে কাজ করে যাচ্ছেন। আরিফ মাদবর আশুলিয়ার ঘোড়াট এলাকার সম্ভান্ত এক মুসলিম পরিবারের সন্তান। ১৯৯৭ সাল ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

১৯৯৯ সালে সাভার বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ২০০৩ সালে আশুলিয়া থানা যুবলীগের কার্যকারী সদস্য । ২০০৮ সালে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৭ সালে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্, ২০২০ সাল বর্তমান আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে বলবদ রয়েছেন এই মহান রাজনীতির মহামানব। বর্তমান আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটি পুর্ণাঙ্গ কমিটিতে আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্প্রকতিতা সভাপতি ঘোড়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতি স্বর্ণকলি বিদ্যানিকেতন ঘোড়াট আশুলিয়া,। সভাপতি, মারকাযুল উলুমিয়া ইসলামিয়া মাদ্রাসা, ঘোড়াট আশুলিয়া,। সাধারন সম্পাদক মাদবর বাড়ি জামে মসজিদ, ও সাবেক সাধারণ সম্পাদক ঘোড়াট আর্দশ পল্লি উন্নয়ন সংঘ সহ রাস্তা ঘাট স্কুল কলেজের সাথে রয়েছে সর্ম্পিকততা। আশুলিয়া বাসীর প্রানের দাবি আরিফ মাদবর কে আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদ দেয়া হোক। ত্যাগি এই যুবলীগ নেতাকর্মীদের এই মুহুর্তে আশুলিয়ায় অতিব গুরুত্বপূর্ন বলে মনে করেন। এবং আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ মাদবরকে দেওয়া হোক এমন আলোচনার জোয়ার বইছে আশুলিয়া থানা যুবলীগ নেতা কর্মীসহ স্থানীয় আওয়ামী নেতা কর্মীদের মুখে মুখে। ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *